শিবচরে ভিশন-২০২১ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
বর্তমান সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন-২০২১ বিষয়ক জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং শিবচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শনিবার রাতে জেলা তথ্য অফিসের আয়োজনে শিবচর প্রেস ক্লাবে বর্তমান সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন-২০২১ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন দিকের সফলতা,
উন্নয়ন ভাবনা ও ভিশন-২০২১ এর বিভিন্ন দিক উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এসময় শিবচর প্রেসক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
