সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

নেপালে ত্রিদেশিয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে কিরগিজস্তান অলিম্পিক দলকে। তবে বহুল কাঙ্ক্ষিত জয়টা এসেছে আত্মঘাতী গোলে।

গতকাল মঙ্গলবার দশরথে সহজ জয় পেলেও লাল-সবুজের প্রতিনিধিদের অবদান কিন্তু কম ছিল না। ম্যাচের ৩০তম মিনিটে ডান দিক থেকে বক্সের মধ্যে বল ঠেলে দেন সাদ উদ্দিন। বিপদ মুক্ত করতে গিয়ে ভুলে বল নিজেদের জালেই জড়িয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ বাইয়ামান।

আগামী ২৫ মার্চ নেপালের কাছে কিরগিজস্তান হারলে জামাল ভূঁইয়ারা পেয়ে যাবে ২৯ মার্চের ফাইনালের টিকিট। শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
 
গতকালকের পুরো ম্যাচে আলোচনায় ছিলে গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পুরো ম্যাচে দেশের গোল পোস্ট আগলে রেখেছিলেন তিনি। এ ছাড়া ম্যাচটি দিয়েই অভিষেক হয় ফরওয়ার্ড মেহেদী হাসান রয়েল, ডিফেন্ডার রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগ।

প্রথমার্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেন মাঝ-মাঠের তারকা সোহেল রানা। বিরতির পর সোহেল রানাকে কোচ জেমি ডে তুলে নিলে মাঠে নেমেই অধিনায়কের আর্মব্যান্ড ফিরে পান মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।