শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

জয়নুল হক সিকদারের চেহলামে শোকাহত রন হক সিকদার ও লিসা হক সিকদার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার এর চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ সোমবার ধানমন্ডিস্থ জেড এইচ সিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে জয়নুল হক সিকদারের মাজার শরীফের পাশে অনুষ্ঠিত এ দোয়া ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৩০,০০০ লোক। শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের চেহলাম ও দোয়া মাহফিলে শোকাহত রন হক সিকদারকে শান্তনা দিচ্ছেন বোন লিসা হক সিকদার।  এতে মরহুম জেড এইচ সিকদারের পরিবারের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। উল্লেখ্য, জয়নুল হক সিকদার গত ১০ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।