সাকিব সবকিছুতেই মজা পাচ্ছেন!
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৭:২২ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার

বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান’ এভাবেই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সম্মোধন করে দেশের মানুষ। সাকিব আল হাসান সম্প্রতি ফেইসবুকে একটি ছবি আপলোড করেছে। যেখানে খুব মজা করে তাকে বার্গার খেতে দেখা যায়। ছবিসহ ঐ পোস্টে তিনি ক্যাপশনে লিখে, ‘ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?!’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে ভক্তদের উদ্দেশ্যে!
এরকম পোস্ট দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তবে কি সদ্য বাবা হবার পরে সাকিবের খাওয়া-দাওয়ার রুচি বেড়ে গিয়েছে? বিষয়টি নিয়ে সাকিব ভক্তকূলের মাঝে কৌতুহলের শেষ নাই। সাকিব কেন এই ছবি পোস্ট করেছে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে ভক্তরা। ছবির নিচে কমেন্টে নানা রকম প্রশ্ন করছে অনেকে। যদিও সেটা নিয়ে তিনি কোনো কিছু খোলাসা করেননি। যারা যারা কমেন্ট করেছে, তাদের প্রত্যুত্তরে কিছুই জানাচ্ছে না সাকিব!
সোমবার (২২ মার্চ) ছবিসহ একটি পোস্টকে ঘিরে সবার মাঝে এই কৌতুহলের সৃষ্টি হয়। ছবিতে সাকিবকে চোখ বন্ধ করে একটি বার্গার খেতে দেখা যায়। এ সম্পর্কে জানতে সাকিবের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি ধরেননি। ফিরতি এসএমএস এ বলেন, সময় হলে সব জানাবেন এবং ফেইসবুকে চোখ রাখতে বলেছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের তৃতীয় সন্তান। সাকিবের প্রথম দুই সন্তান মেয়ে। দুই বোন এবার পেল ভাইয়ের দেখা। নবজাতক এবং সাকিবের স্ত্রী-দুজনই সুস্থ আছে। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।