সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

সাকিবের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড?

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২১ মার্চ ২০২১ রোববার

সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে  আছেন সাকিব। সম্প্রতি ছেলের বাবা হওয়া সাকিব পেশাদার খেলায় না থেকেও এমন এক ম্যাচ খেললেন, যাতে দেশের ক্রিকেট পুরো ওলটপালট।

শনিবার দেশের একটি অনলাইন পোর্টালকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের কর্তাদের রীতিমতো ধুয়ে দিয়েছেন সাকিব। তিনি বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের পরিচালক ‘ক্যাসিনো সুজন’ হিসেবে পরিচিত খালেদ মাহমুদ সুজন ছাড়া বাকি বোর্ড কর্তাদের কোনো কর্মকাণ্ড চোখে পড়ছে না।

শুধু তাই নয়, জাতীয় দলের শক্তিশালী পাইপলাইন তৈরিতে গড়া এইচপির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন সাকিব।

সাকিব আল হাসানের এমন মন্তব্যে ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা রীতিমতো হতাশ। তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার সন্ধ্যায় বনানীতে বিসিবি সভাপতি পাপনের বাসায় বৈঠকে বসেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়।

বৈঠক শেষে আকরাম খান ও দুর্জয় জানান, সাকিব আল হাসান বোর্ডের একজন চুক্তিবদ্ধ সিনিয়র ক্রিকেটার হিসেবে আদৌ এমন বক্তব্য দিতে পারেন না। দুর্জয় জানান, সে আসলে ভিডিও লাইভে কী বলেছে আমি এখনও দেখার সুযোগ পাইনি। ভিডিওটা ভালো করে দেখে বোর্ডে তার ব্যাপারে সিদ্ধান্ত হবে।