রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

ইমরান খানের আরোগ্য কামনা নরেন্দ্র মোদির

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ২১ মার্চ ২০২১ রোববার

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইমরান খানের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনা আক্রান্ত হয়েছেন।

নরেন্দ্র মোদি করোনা আক্রান্ত ইমরানের আরোগ্য কামনা করে টুইট করেন। তিনি লেখেন ‘কোভিড-১৯ থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার জন্য শুভ কামনা।’

করোনা শনাক্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন। গত ১৮ মার্চ ভ্যাকসিন নেয়ার পর তার করোনা শনাক্ত হয়।

ইমরান খানের শীর্ষ সহযোগী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সিনেটর ফয়সাল জাভেদ বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর শরীরে ‘মৃদু উপসর্গ’ আছে। ইমরান খানের বিশেষ সহকারী শাহবাজ গিলও বলেছেন, ‘তার লক্ষণগুলো ‘গুরুতর নয়।