কবিতা - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ০২:১০ পিএম, ২১ মার্চ ২০২১ রোববার

কবিতা
সাজেদা পারভিন সাজু
হৃদয়ের কবিতা যে দিন
সুর লাগিয়ে সব গান হয়ে যাবে
সেদিন তুমি বলবে সে আমার জন্য ।
দিগন্ত জোড়া খোলা মাঠে ফসলের হাসিতে
লাগবে দোল বুকের গভীরে তখন তুমি বলবে
সারাদিনের ক্লান্তি ভোলো আমার জন্য ।
কাননে ফুল ফুটে সুরভী ছড়ায় প্রতিদিন
সে রেণু মেখে বলবে নি:স্ব করতে
অলি আসবে সে আমারই জন্য ।
পাখিদের কলতানে মুখর সন্ধ্যা বেলা
যখন জ্বলবে প্রদ্বীপ তখন তুমি বলবে
অন্ধকারের বুকচীরে জ্বলবো প্রাণপণে
সবই তোমার জন্য আমি আছি বলে।