রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

নগরকান্দার ব্রেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

নগরকান্দা প্রতিনিধি:

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার

ফরিদপুর নগরকান্দার বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার সকাল ৭টার দিকে বালুভর্তি ট্রাকসহ ধসে পড়ে ব্রিজটি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ব্রিজটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার সাথে সমগ্র ফরিদপুরের একমাত্র যাতায়াতমাধ্যম এই ব্রিজটি। দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল এটি। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় এ বিষয়ে জানালেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। ব্রিজটি সংস্কারের জন্য একাধিকবার মানববন্ধন কর্মসূচিও পালন করেও কাজ হয়নি।

নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, ব্রিজটির ব্যাপারে ফরিদপুর রোড এন্ড হাইওয়ে বিভাগের সাথে কথা হয়েছে। তারা দ্রুত ব্রিজটি মেরামত কাজ শুরু করবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আপাতত পার্শ্ববর্তী একটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।