বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার
রিপোর্টার, কবির হোসেন (শান্ত)
প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ৪/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী উত্তর পাড়া বেড়ীবাঁধের উপর অভিযান পরিচালনা করে ১,২২,৪৩০০০/- টাকা মূল্যের ০১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ মোঃ হাফিজুল (৪৮) পিতা-মোঃ সামছুদ্দীন গাজী, গ্রাম-লক্ষীদাড়ী, পোষ্ট-ভোমরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে আটক করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মোঃ খোকন গাজী (২৮), পিতা- সৈয়দ আলী বোস্তান, গ্রাম-লক্ষীদাড়ী, পোষ্ট-ভোমরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।