রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

টংগীতে ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

রায়হান মৃধাঃ

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার

সম্প্রতি টংগীর এরশাদ নগর এলাকায় ৪৯নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর ফারুক আহমেদ এর তত্ত্বাবধানে জিরো ওয়াস্ট ওয়ার্ড গড়ার লক্ষ্যে ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে আলোচনা সভা পালিত হয়। 

বৃহস্পতি বার ১১ তারিখ ৪৯নং ওয়ার্ড ৩ নং ব্লক টি,ডি,এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত আলোচনা সভা পালিত হয়।

উক্ত ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটির আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৪৯,৫০,৫১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মোসাঃশিরিন আক্তার, মোখলেছুর রহমান ভুইয়া(ব্যবস্থাপনা পপরিচালক টি, ডি, এইচ),নজরুল ইসলাম আন্সার কমান্ডার, ইদ্রিস আলী জুয়েল (যুগ্ন আহবায়ক ৪৯নং ওয়ার্ড আওয়ামিলীগ), মনি মালা রায়(জা,ই,কা)প্রতিনিধি, মোসলেহ উদ্দিন ( বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি) প্রতিনিধি,  ফজল করিম (সাধারণ সম্পাদক প্রার্থী) ৪৯নং ওয়ার্ড যুবলীগ, জাহাঙ্গীর আলম (সভাপতি) ৪৯নং ওয়ার্ড আওয়ামী ওলামা লীগ, সোহেল রানা আলী (সাধারণ সম্পাদক প্রার্থী) ৪৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের (সহ-সভাপতি) ইমরান ফয়সাল,  মোহাম্মদ আলী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিউ নবরুপ সমবায় সমিতি।

এ ব্যপারে ৪৯নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর এবং ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ বলেন পরিচ্ছন্ন সমাজ গড়া'ই আমাদের মূল লহ্ম্য 
তাই আমরা আমাদের এরশাদ নগরকে কিভাবে   
বর্জ্য শূন্য করব তা নিয়ে কাজ করে যাচ্ছি,  সকলে মিলেমিশে এক সাথে কাজ করলে ইনশাআল্লাহ আমারা এরশাদ নগর কে একটি বর্জ্য শূন্য ও মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে সফল হব।