রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

গাজীপুরে টংগী সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

রায়হান মৃধা

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার

ভাওয়াল বীর, জাতীয় শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য  শহীদ আহসান উল্লাহ মাস্টারকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা '(স্বাধীনতা পুরস্কার) প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় গাজীপুরের টংগী সরকারি কলেজে আনন্দ মিছিল করেছে টংগী সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

০৯-ই মার্চ মঙ্গল বার সকাল ১১টায় টংগী সরকারি কলেজে উক্ত আনন্দ মিছিল ও সংহ্মিপ্ত সভা পালিত হয়। টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এর নেতৃত্বে উক্ত আনন্দ মিছিলটি পালিত হয়, উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

উক্ত সভায় টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার শুধু গাজীপুর নয়, পুরো দেশের সম্পদ ছিলেন। এমন একটি সময়ে তাঁকে “স্বাধীনতা পুরস্কার” দেয়া হচ্ছে যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। সেই বছর এই পদক প্রাপ্তি সত্যিই অতুলনীয় ।  তারা শহীদ আহসান উল্লাহ মাস্টারকে “স্বাধীনতা পুরস্কার” এর জন্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।