শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

মনোহরগঞ্জের দুই গ্রামের সংযোগ রাস্তার বেহাল দশা

আব্দুর রহিমের পাঠানো তথ্যে রিপোর্ট, কবির হোসেন শান্ত

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার অধীনস্থ দৈয়ারা হইতে বচইড় এলাকায়। অন্য এলাকার চেয়ে অনেক পিছিয়ে এই জনপদ। বর্তমানে উত্তর ঝলম ইউনিয়ন ও দক্ষিণ ঝলম ইউনিয়নের দৈয়ারা গ্রাম থেকে বচইড় দিকচাঁন্দা রাস্তাটির বেহাল দশা। অনেক দিনের পুরোনো রাস্তাটি দিয়ে একসময় চলাচল ছিলো সিএনজি, অটো, মিশুক, রিক্সাসহ হাজার হাজার যানবাহন। কিন্তু বর্তমানে রাস্তাটি দিয়ে একটি রিক্সা যেতে কষ্ট হয়। রাস্তাটি দিয়ে চক্সলাচল করে দৈয়ারা-লালচাঁদপুর, নরহরিপুর-দেবপুর উচ্চ বিদ্যালয় ও মাদরাসা, দৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বচইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়’র ছাত্র-ছাত্রী ও আশেপাশের কলেজগুলোর শিক্ষার্থিরা। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় এবং দীর্ঘদিন থেকে মেরামত না হওয়ার জনদুর্ভোগ বেড়েছে চরম আকারে। রাস্তাটির অনেকাংশ ভেঙ্গে পড়েছে পাশের পুকুর ও খালে। ফলে দুই ইউনিয়নের প্রায় দশ-পনেরোটি গ্রামের মানুষ ও স্কুল-মাদরাসার ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়ার বিঘ্ন ঘটছে। যা বর্ষাকালে চরম আকার ধারন করবে।

No description available.

দৈয়ারা গ্রামের হাজী জামান বলেন, আমাদের রাস্তাটি অনেক পুরাতন রাস্তা। রাস্তাটি মেরামত করার জন্য গ্রামের লোকজন নিয়া অনেকবার যাই মন্ত্রী মহোদয়ের নিকট। তিনি রাস্তাটি পাকা করে দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন। কিন্তু চেয়ারম্যান মেম্বাররা কোন কর্ণপাত করছেন না।

বচইড় গ্রামের আবুল কালাম বলেন, আমাদের নিজেদের বাঁশ বাগান থেকে অনেক বাঁশ দিয়েছি ভেঙ্গে যাওয়া রাস্তাটির মেরামতের জন্য। আমরা বচইড় গ্রামের লোকজন অনেক অর্থ রাস্তার কাজ করতে সহযোগিতা করেছি। রাস্তা দিয়ে কোন গাড়ি এবং মালামাল নিয়ে বাড়িতে আসতে পারিনা। যার কারণে এখন আর বাড়িতে আসিনা। মন্ত্রী মহোদয়ের নিকট রাস্তাটি করার জন্য অনেকবার গিয়েছেলাম। তিনি রাস্তাটি করে দিবেন বলে আশ্বস্ত করেন কিন্তু চেয়ারম্যান মেম্বারদের রাস্তাটি মেরামতের ব্যাপারে যে কোন মাথা ব্যাথা নেই।

দৈয়ারা গ্রামের আবদুর রহমান বলেন, রাস্তাটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় অনেক আগেই রাস্তাটি পাকা হওয়ার কথা। চেয়ারম্যান মেম্বারদের কারসাজির কারণে রাস্তটি হচ্ছে না। রাস্তা ভেঙ্গে গিয়ে আমার বাড়িতে আসছে। অনেক সময় গাড়ি চলাচলের চেষ্টা করলে রাস্তার বাধের বেড়া ভেঙ্গে ফেলতেছে। আমরা রাস্তাটি করে দেওয়ার জন্য মন্ত্রী মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি। উত্তর ঝলম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, রাস্তার কোড হয়েছে শিঘ্রই রাস্তার কাজ করা হবে। দক্ষিণ ঝলম ইউপি চেয়ারম্যান শাহিন জিয়া বলেন, রাস্তাটি কিছু দিনের মধ্যে টেন্ডার হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি বলেন, সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু দুর্নীতিবাজ চেয়ারম্যান ও মেম্বাররা রাস্তাটি করছেন না। রাস্তাটির জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ এনে নামমাত্র কাজ করে।