বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৩ মুহররম ১৪৪৭

কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

সজীব বণিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়:

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে আনন্দ র্যালি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (৩ মার্চ) বেলা ১২টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়। 

পূর্বনির্ধারিত কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ, উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।