অধ্যক্ষ মোঃ হানিফ এর মৃত্যুতে আমির হোসেন আমুর শোক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার
বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ স্যারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এক শোকবার্তায় বিএম কলেজের সাবেক ভিপি আমির হোসেন আমু বলেন, হানিফ স্যারের মতো একজন প্রগতিশীল দেশপ্রেমিক নাগরিকের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। দেশ একজন বিশিষ্ট শিক্ষাবিদকে হারালো।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
