বিরামপুরের কাটলা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ
বিরামপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারী নির্যাতন, ধর্ষণ, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গি দমন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ- ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে।
"মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এবং "আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন" স্লোগানে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিরামপুর থানার ২নং বিট, কাটলা ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও এস,আই এরশাদ মিঞার সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, নবাবগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউনুস আলী মন্ডল, কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নয়ন কুমার সাহা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শরীফা পারভীন জয়িতা প্রমূখ।
সমাবেশের সভাপতি ওসি মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, "ভারত সীমান্তবর্তী কাটলা ইউনিয়ন সহ বিরামপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদকদ্রব্যের বিস্তার রোধে থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। মাদকদ্রব্য নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আইনগত যে কোন প্রয়োজনে পুলিশ জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের প্রয়োজনে সরাসরি থানায় ওসি'র রুমে আসবেন। জরুরী প্রয়োজনে ফোন দিলেই পুলিশ এসে আপনাদের পাশে দাঁড়াবে।
