ভালোবাসা দিবসের বিশেষ কনসার্ট,উপস্থাপনায় ইভান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসে বিশেষ কনসার্ট। রাজশাহী ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্টে মঞ্চ মাতাবেন দেশ সেরা দুই ব্যান্ড মাইলস এবং আর্ক।
এই বিশেষ আয়োজনটি করছে রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং এলামনাই এসোসিয়েশন। দীর্ঘ দিন পর এই কনসার্টের মাধ্যমে বড় পরিসরে মঞ্চে ফিরছে আর্ক। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এ কনসার্ট সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র এবং উপস্থাপনায় থাকবেন ইভান সাইর।
এ প্রসঙ্গে ইভান বলেন, "মঞ্চে উপস্থাপনা করা ব্যাপারটি রোমাঞ্চকর! আমি ভীষণ উপভোগ করি এবং ভালোভাবাসা দিবসের দিনে এমন একটি আয়োজন উপস্থাপনা করা আমার জন্য সৌভাগ্যের। এর আগে নগর বাউল, এলআরবি, মাইল্স্, সোলসসহ বিভিন্ন কিংবদন্তি ব্যন্ডের সাথে স্টেজ শেয়ার করার সৌভাগ্য হলেও, এবারই প্রথম আর্ক ব্যান্ডের সঙ্গে স্টেজ শেয়ার করতে যাচ্ছি। তাই আমি আরো বেশী আনন্দিত।"