রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

গাজীপুরে মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেফতার

গাজিপুর প্রতিনিধি :

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃত সজিব হোসেন (২৬) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জুরবারিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে।

পুলিশ জানান, গত ১০ ফেব্রুয়ারি কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার জিএমএস গার্মেন্টসের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

গত ১৬ই ফেব্রুয়ারি কাশিমপুর থানা মোটরসাইকেল মালিক মিলন মিয়া চুরির মামলা দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাইকেল বণিক ও সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তি মাধ্যমে ময়মনসিংহ জেলার ভালুকা থানা হবিরবাড়ী মাধর ভিটা থেকে মোটরসাইকেল উদ্ধার ও মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেন।