রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২২ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

দক্ষিণ সুনামগঞ্জে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

জামিন ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

দক্ষিণ সুনামগঞ্জে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। 

সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে এ মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কাবিলাখাই গ্রামের তারেক মিয়ার বাড়ির পিছনে মেছো বাঘকে দেখতে পায় এলাকাবাসী। মেছো বাঘটিকে দেখার পর একপ্রকার আতংক দেখা দেয় জনমনে।
পরে লাঠিসোঁটা দিয়ে মেছো বাঘটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে তারা।

এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন বলেন, 'মেছো বাঘ হত্যার কোনো খবর আমরা পাইনি'।