নগরকান্দা পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ফরিদপুরে নগরকান্দায় পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারী রবিবার শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নিবার্চনে নৌকা প্রার্থীর নিমাই সরকার ২১৯৯ ভোট পেয়ে বিজয় নিশ্চিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে সতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান (জগ প্রতিকে) ১২২৮ ভোট পেয়ে পরাজিত হন। নৌকা প্রতিকে ৯৭১ ভোট বেশি পেয়ে নিমাই সরকার বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়।এছাড়া ধানের শিষ প্রতিকে আলিমুজ্জামান সেলু ৭১৮ ভোট পান।
সংরক্ষিত মহিলা অসনে ১,২,৩ নং ওয়ার্ডে খাদিজা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে শিরিয়া বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে পারুলী বেগম নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলর প্রার্থী ১ নং ওয়ার্ডে কাউছার আহম্মেদ, ২ নং ওয়ার্ডে নাছির হোসেন, ৩ নং ওয়ার্ডে বাবলু মাতুব্বর, ৪ নং ওয়ার্ডে জালাল সরদার, ৫ নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ডে ইমদাদুল মাতুব্বর, ৭ নং ওয়াডে জাকারিয়া, ৮ নং ওয়াডে আমিনদ্দিন ৯ নং ওয়ার্ডে মাসুদুর রহমান (মিকু) বেসরকারী ভাবে নির্বাচিত হন।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, উপজেলা নির্বাচন অফিসার লিটন মিয়া, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজার উপস্থিতিতে নগরকান্দা উপজেলা জেলা পরিষদ হলরুমে বেসরকারী ভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
