সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার আটক ৩
আব্দুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার
সিরাজগঞ্জের সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার (১৩ফেব্রুয়ারী) রাতে যমুনা নদীর পূর্ব প্রান্তে মেছড়া ইউনিয়নের খাসপাড়া মোড় নামক স্থানে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর দলের তিন সক্রিয় সদস্য আটক ও পাচঁটি মোটরসাইকেল উদ্ধার করা হয় । পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, এর সার্বিক দিক নির্দেশনায় এবং ডিবি , ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে এসআই নাজমুল হক সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বালিয়া মেন্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৯) সিরাজগঞ্জ সদর থানার রুপসা দক্ষিণপাড়ার গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রহুল আমিন (২০) এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (১৯) কে আটক করা হয়। এছাড়া সরিষাবাড়ীর বালিয়া মেন্দা গ্রামের মো. গাজীর ছেলে সুমন (২৪) পলাতক রয়েছে। আটককৃত আসামীরা চোরাই মোটর সাইকেল সম্পর্কে জানায় তারা সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ব বর্তি জেলা হতে মোটর সাইকেল চুরি করে দীর্ঘ দিন যাবত উক্ত গোপন আস্তানায় রেখে ক্রয়- বিক্রয় করে আসছিলো। ধৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
