শ্রীপুরে এ এস এম কেমিক্যাল অগ্নিকাণ্ডে নিহত ৩ জন
আল আমিন, শ্রীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাড়ে চারটার সময় গাজীপুর জেলা শ্রীপুর টেপিরবাড়ী আজিজ গ্রুপের এএসএম কেমিক্যাল ফ্যাক্টরি তে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়। এ বিষয়ে ফ্যাক্টরির এজিএম আব্দুর রউফ জানান, গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪. ৩০ সময় পারঅক্সাইড প্লান্ট সাইডে প্লান রক্ষণাবেক্ষণের কাজ শেষে সুইচ দেওয়ার সময় বিকট শব্দ হয়। তৎক্ষণাৎ আগুনের লেলিহান উপরে ও চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য যে, ভয়াবহ অঙ্গি,কান্ডে সর্বশেষ তিনজন নিহতও ৬ জন গুরুতর আহত ।নিহত একজনের বাড়ি শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামে অপর দুই জনের মধ্যে একজনের বাড়ি কুমিল্লা ও অপরজনের বাড়ি টাঙ্গাইলে। এজিএম আরও জানান, নিহতদের প্রত্যেককে ইন্সুরেন্স এর পুরো টাকাসহ সমুদয় পাওনা টাকা পরিশোধ করা হবে।
