সবজির ট্রাকে করে রাজধানীতে ঢুকছে মাদক
শান্ত কবির
প্রকাশিত : ০২:১২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

অভিনব কায়দায় সবজির ট্রাকে করে রাজধানীতে ঢুকছে মাদক। হিলি থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধারের পর মাদক কারবারিদের এই কৌশলের তথ্য জেনেছে পুলিশ। ট্রাক চালকসহ দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জয়পুরহাটের হিলি থেকে মাদকের পাশাপাশি আলুর বস্তাও কিনে নিতো অপরাধীরা। এরপর আলুর বস্তার সাথে মিলিয়ে বহন করা হতো ফেন্সিডিল। কারওয়ান বাজারে আলুগুলো বিক্রি করে ঢাকার মাদক কারবারি লিটনের কাছে পৌছে দিতো ফেন্সিডিলের চালান।
পুলিশ বলছে মাদক কারবারিরা প্রতিদিন নতুন নতুন কৌশলে রাজধানীতে মাদক সরবরাহ করছে। চক্রের দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ।
তবে, মাদক কারবারিরা যতো কৌশলই নিকনা কেনো সে তথ্য ঠিকই পৌছে যাচ্ছে গোয়েন্দা পুলিশের হাতে।