রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

শরীয়তপুরে বিআরটিএ`র তিনটি অনলাইন সেবার শউদ্বোধন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ে বিআরটিএ‘র অনলাইন সেবা (অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন এবং বিএসপি'তে ইউজার নিবন্ধন সহায়তা প্রদান) কার্যক্রমের শউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ৷

১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ঘটিকার সময় বিঅারটিএ'র অফিসের সামনে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনলাইন সেবার শুভ উদ্বোধন করেন ৷

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন, প্রিন্সিপাল (টিটিসি, শরীয়তপুর) স ম জাহাঙ্গীর আখতার, জেলার সহকারী পরিচালক জি এম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক মো. মাহবুবুর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর জামাল হোসেন মীর। এসময় সেবা প্রত্যাশি গ্রাহক ও বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ জানায়, অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যুর জন্য ভোটার আইডি, শিক্ষা সনদ, ছবি ও ফিটনেস মেডিকেল সনদ আর মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য শো-রুম পেপার, ভোটার আইডি ও ড্রাইভিং লাইসেন্স কপি নিয়ে আসতে হবে।

বিআরটিএ'র সেবা পেতে কোন ভোগান্তিতে পরতে হয় কিনা এবং পরলে কি করতে হবে সেই বিষয় উপস্থিত সেবা গ্রহিতাদের সাথে মত বিনিময় করেন এডিএম সাখাওয়াত হোসেন ৷ এরপর অনলাইন সেবার বিস্তারিত বর্ননা সহ রাস্তায় অংকন চিহ্ন সম্পর্কে সবাইকে সচেতন করেন ৷