শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ধানমন্ডির রাপাপ্লাজা শপিং সেন্টারে দূর্ধষ চুরি

শান্ত কবির

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রোববার

রাজধানীর ধানমন্ডির রাপাপ্লাজা শপিং সেন্টারে জুয়েলারির দোকানে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা প্রায় পাঁচশ ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা নিয়ে যায়। এছাড়া মিার্কেটের আরো তিনটি দোকানে চুরি করে তারা। পুলিশ বলছে, সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা করছেন তারা। 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিন থেকে চারজন জন চোর রাজলক্ষী জুয়েলার্সে প্রবেশ করে। বিবিন্ন কৌশলে তালা খুলে তারা। 

এদের বেশিরভাগের মুখ ঢাকা ছিলো। দোকানে সাজিয়ে রাখা পাঁচশ ভরি গয়না ও দুই লাখ টাকা হাতিয়ে নেয় চোরেরা। 

মার্কেটের একটি বাথরুমের গ্রিল কেটে মার্কেটে প্রবেশ করে চোরেরা। তবে ওই দোকানের মালিকপক্ষ বলছে, মার্কেটের কেউ এই চুরির সঙ্গে জড়িত। এছাড়া আরো তিনটি দোকানের তালা খুলে নগদ অর্থ হাতিয়ে নেয় তারা। পুলিশ বলছে এটি পেশাদার কোন চক্রের কাজ। তবে সিসি ক্যামেরার ফুটের দেখে আসামি সনাক্তের চেষ্টা করা হচ্চে বলে জানায় পুলিশ। 

মার্কেটের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত করা হচ্চে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।।।