কোনাবাড়িতে বহুতল মার্কেটের আগুন
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০১:০৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
গাজীপুরের কোনাবাড়ীতে একটি বহুতল মার্কেটে লাগা আগুন লাগার ঘটনা ঘটেছে। ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজীপুর, কালিয়াকৈর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের উনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
