সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন ছবির হোসেন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন ঝালকাঠির শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও আলোকিত মানুষ ছবির হোসেন।

ঝালকাঠি জেলার ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সোমবার বিকেলে ছবির হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

সমাজসেবক ছবির হোসেন ইতিপূর্বে কিছু অসহায় পরিবারের ঘর নির্মান, অসহায় নারী মুচি সবিতা রানীকে জুতার দোকান, ঝালকাঠি সদর হাসপাতালে করোনাকালীন সময়ে পরীক্ষার কীট প্রদান, গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাসহ কর্মহীন মানুষের কর্ম করার লক্ষ্যে সবজির ভ্যান ক্রয় করে দিয়েছেন। এছাড়াও নানান  মানবিক সংগঠনের সাথে থেকেও  কাজ করে যাচ্ছেন।

ছবির হোসেন বলেন-তার এই সম্মাননা তাকে আরও কাজ করার উৎসাহ যোগায়। তিনি আজীবন মানুষের পাশে থেকে সমাজের জন্য ভালো কাজের উদাহরণ সৃষ্টি করতে চান।