সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

গাজীপুরের কাশিমপুরে অভিনয় শিল্পীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ৫

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

গাজীপু‌রের কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হ‌য়ে‌ছে। এঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল- জাহাঙ্গীর আলম তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও সাহাবুল। বুধবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়েছে ।

কাশেমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা জানান. গত ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুর থানা দিন সারদাগঞ্জ এলাকায় ডে‌কে নেয় ওই অভিনয় শিল্পীকে। পরে তার বাসায় একটি ঘরে আটকে রেখে ওই অ‌ভিনয়কে পালাক্রমে ধর্ষণ করে অ‌ভিযুক্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।