শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

হাতীবান্ধায় ১০টি ‘ভারতীয়’ গরু আটক

লালমনিরহাট প্রতিনিধিঃ 

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার

লালমনিরহাটের হাতীবান্ধা উপাজেলায় পুলিশ ও বিজিবি সদস্যদের পৃথক অভিযানে ১০টি ‘ভারতীয়’ গরু আটক করা হয়েছে। তবে পুলিশ কর্তৃক আটক ৭টি গরু পাটগ্রামহাট থেকে ক্রয় করে আনা হয়েছে বলে এক ব্যবসায়ী দাবী করে।

বৃহস্পাতিবার (২৮ জানুয়ারী) বিকাল ৪টার দিকে ৭টি গরু আটক করে থানার পুলিশ সদস্যরা।

এর আগে, বৃহস্পা‌তিবার (২৮ জানুয়ারী) ভোর রাতে উপজেলার দইখোওয়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা আরও ৩টি ‘ভারতীয়’ গরু আটক করেন।

জানা গেছে, বৃহস্পাতিবার (২৮ জানুয়ারী) বিকালে ‘ভারতীয়’ গরু চোরাই পথে বাংলাদেশে আসছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ উপজেলার মেডিকেল মোড়-দইখোওয়া রোডের হাকিমের চাতাল এলাকায় অভিযান চালিয়ে একটি নসিমন (ভটভুটি) গাড়ি থেকে ৭টি ভারতীয় গরু আটক করেন। তবে এসময় এক ব্যবসায়ী দাবী করেন গরু ৭টি পাটগ্রামহাট থেকে ক্রয় করে আনা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) ‌মোঃ এরশাদুল আলম বলেন, ‘ভারতীয়’ ৭টি গরু আটক করা হয়েছে। বৈধ্য কাগজ দেখাতে না পারলে গরুর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।