সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

বিপিএল ম্যাচের উদ্ভোধন হলো শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

জাতীয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন  করা হলো শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে।  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত মৌসুমটা ভেস্তেই গিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ম্যাচগুলো। তবে বেশি খানিকটা সময় পর ফের শুরু হয়েছে জাতীয় ফুটবল।

বুধবার (২৭ জানুয়ারি) থেকে প্রথম বারের মতো টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)

প্রথম দিনে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে মাঠে নামে উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

মুখোমুখি ম্যাচটি শুরু হয় বিকেল ৩টায়। আগামী জুলাই মাসে ফাইনাল দিয়ে শেষ হবে এ আসর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে বিপিএল ফুটবল লিগের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল  ও বিশেষ অতিথি হিসেবে থাকেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শিদী এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। খেলাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সদস্য মোঃ নূরুল ইসলাম নূরু।