মৌলভীবাজারে মো: ফজলুর রহমান সমর্থনে নৌকার বিশাল মিছিল
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
মৌলভীবাজারের পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র মো: ফজলুর রহমান সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩ ঘটিকায় পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আহমদ এর আয়োজনে ৯ নং ওয়ার্ডে তার সমর্থক-ভোটাররা এক বিশাল মিছিল ও পথসভা করেন।
পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা এক বিশাল মিছিল নিয়ে নির্বাচন কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ডের সকল রাস্তা প্রদক্ষিন শেষে পুনরায় নির্বাচন কার্যালয়ে শেষ করেন।
৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আহমদের সভাপতিত্ত্বে নিজাম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার বর্তমান মেয়র নৌকার প্রার্থী মোঃ ফজলুর রহমান, কৃষক লীগের সভাপতি জমসেদ আহমদ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল , পৌর সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাক রিপন আহমদ,তবারক আলী সহ এলাকার নাগরিক বৃন্দ।
এছাড়াও উপজেলা, পৌরসভার আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ ৯নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পথসভায় বক্তারা বলেন, নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করার আহ্বান জানান তারা।
