শুরুতেই টাইগার শিবিরে পতন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার

প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে এবং সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পকেটে পুরতে আজ (সোমবার) মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস।
আইজারি জোসেফের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ১ ওভারে ১ উইকেটে ১ রান। তামিম ইকবাল ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ব্যাট করছেন।
সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচেই আগে ব্যাট করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছিল তামিমবাহিনী।