শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

মাদক ও নারীসহ আটক এমপি ইলিয়াস মোল্লার কথিত এপিএস জাকির

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার

গত ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১২:৩০ টায় উত্তর পল্লবী আবাসিক এলাকার একটি বাসায় মাদক ও নারীসহ আপত্তিকর অবস্থায় এম.পি ইলিয়াস উদ্দিন মোল্লাহর এপিএস পরিচয়দানকারী যুবক মোঃজাকির হোসেন (৩২)কে আটক করে আইন শৃংঙ্গখলা বাহিনীর সদস্যরা । বেশ কিছুদির ধরে মাদকের ব্যবসা ও অনৈতিক কর্মকান্ড হয় এমন অভিযোগের ভিত্তিতে উক্ত বাসায় বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তির সহযোগিতায় আইন শৃংঙ্গখলা বাহিনী অভিযান চালিয়ে ২ বোতল বিদেশী মদ, ১৬টি বিয়ার, ৫টি ইয়াবা উদ্ধার করে। এসময় ঘটনা স্থলে তার কতিথ বান্ধবী লাইজু আক্তার (২৬), সামিয়া পারভিন (২২), এবং সহযোগী মিরাজ হোসেন (২৮) সহ ৪জনকে গ্রেফতার করে । জিজ্ঞাসাবাদে জানায় সে ঢাকা- ১৬ আসনের সাংসদ ইলিয়াস মোল্লাহ’র অফিসের কম্পিউটার অপারেটর এবং মিরাজ হোসেন তার সহকর্মী তারা এ বাসায় বন্ধুদের নিয়ে পার্টি করতে এসেছিল। এছাড়া দুই নারী বান্ধবী জানায় এর আগে বহুবার এ বাসায় জাকির তাঁদের নিয়ে অর্থের বিনিময়ে রাত্রিযাপন করেছেন আজও সেই জন্যেই এখানে নিয়ে আসে, কিন্তু মাদকের ব্যাপারে তাঁরা কিছুই যানে না । এ সময় মুক্ত হতে বিভিন্ন ভাবে অনুনয় বিনয় ও অর্থের প্রলোভন দেয় এবং বেশ কিছু নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় । প্রভাবশালী আওয়ামীলীগ নেতার মধ্যস্ততায় ভবিষ্যৎতে এরকম কাজ করবেনা মর্মে তাদেরকে ছেড়ে দেয় । উক্ত ঘটনা সম্পর্কে জানতে মাননীয় সাংসদের মোবাইলে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।

সূত্রঃ নাগরিক সংবাদ