মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যু বার্ষিকী পালন
শারমিন আক্তার
প্রকাশিত : ০৯:০২ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামের বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীরের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ১৬ জানুয়ারি রোজ শুক্রবার।
মৃত্যু বার্ষিকী পালিত উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মেলান্দহ উপজেলার সংগ্রামী চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
এছাড়াও বিশিষ্ট সাংবাদিককে শ্রদ্ধাভরে স্মরণ করতে উনার সাথে উপস্থিত ছিলেন জামালপুরের ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দুলাল হোসাইন সহ আরোও অনেক প্রিন্ট মিডিয়া ও পত্রিকার সাংবাদিক গণ।
উপজেলা চেয়ারম্যান জানান সাংবাদিক আমানুল্লাহ কবীর ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট।
এছাড়াও তিনি একজন সুন্দর,সফল ও স্বচ্ছ মানসিকতার অধিকারী ছিলেন বলে জানান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।তার ২য় মৃত্যু বার্ষিকীতে আমরা মেলান্দহ উপজেলা বাসী গভীর ভাবে শোকাহত।
