মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

চাটখিলে পৌর নির্বাচন: আওয়ামীলীগের মনোনীত মেয়র ভি.পি নিজাম উদ্দিন

চাটখিল প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের তিন শতাধিক প্রার্থী। এদের মধ্য থেকেই বাছাই করা হবে নৌকার মনোনীত প্রার্থীদের।

নোয়াখালীর চাটখিল পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সাবেক চাটখিল কলেজের ভি.পি নিজাম উদ্দিনকে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।