বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৭ মুহররম ১৪৪৭

শ্রীপুর পৌর নির্বাচন জমে উঠেছে

আল আমিন,  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

নির্বাচনকে ঘিরে শ্রীপুর পৌরসভার সর্বত্র মিছিল মিটিং ও জনসংযোগে ব্যস্ত
রয়েছে প্রার্থীরা। এ পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
তারা পৌরসভার উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিত এবং পৌরবাসীর দুঃখ-
দুর্দশায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন । শ্রীপুর পৌর
নির্বাচনে প্রচারণার শীর্ষে রয়েছেন নৌকার প্রার্থী আলহাজ্ব মােঃ আনিছুর রহমান
তেমনি তিনি জনপ্রিয়তাও শীর্ষে অবস্থান করছেন। ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল
১১ টায় পৌর শহর মাওনা চৌরাস্তা ভাই ভাই সিটি কমপ্লেক্স এর নিচতলায়
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে মেয়র প্রার্থী আনিছুর রহমান বলেন, এই
নৌকা শুধু আমার না এই নৌকা সবার, এই নৌকা জনগনের। আগামী ১৬ ই
জানুয়ারি শনিবার ২০২১ ইং তারিখে নৌকা মার্কায় ভােট দিয়ে বিজয় নিশ্চিত
করে আনবেন। এটাই আমার দাবি সবার কাছে।এ সময় আওয়ামিলীগ ও জাতীয়
শ্রমিকলীগ,কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সহযােগী
সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি মনােনীত মেয়র প্রার্থী শ্রীপুর পৌর
বিএনস্থির সভাপতি অ্যাডভােকেট কাজী খান বলেন, ২০ বছরের ঐতিহ্যবাহী
প্রথম শ্রেণীর পৌরসভা শ্রীপুর। বর্তমান মেয়র ৩ বার নির্বাচিত হওয়ার পরও শ্রী-
পুর পৌরসভায় উলেস্নখযােগ্য কোনাে উন্নয়ন করতে পারেননি। তিনি শুধু
সাধারণ মানুষকে আশার কথা শুনিয়েছেন। আমি নির্বাচিত হলে, শ্রীপুর পৌরস-
ভা হবে দেশে অন্যতম একটি মডেল পৌরসভা। যদি অবাধ ও নিরপেক্ষ ভােট
হয় তাহলে ধানের শীষের জয় নিশ্চিত। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকতা মােহাম্মদ ইত্মাফিজুল হক আকন্দ
বলেন, আগামী ১৬ তারিখের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত করার জন্য
সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরই মধ্যে ইভিএম-এ যেন সাধারণ মানুষ ভােট প্রদান
করতে পারে সেই লক্ষ্যে এলাকায় লিফলেট বিতরণ, গত শুক্রবার (৮ জানুয়ারী)
পৌরসভা এলাকার সকল মসজিদে, প্রতিদিন বিকেল থেকে উপজেলা পরিষদের
লাম।
প্রধান ফটকে ইভিএম প্রদর্শনী হচ্ছে। আগামী ১৪ জানুয়ারী ২৬টি ভােট কেন্দ্রে
সকাল ১০টা থেকে বিকেল টপ পর্যন্ত ইলেক্ট্রনিক ভােটিং মেশিন (ইভিএম)
দলিল।
পদ্ধতিতে ওয়ার্ডে ড্যামি ভােটিং এর ব্যাবস্থা করা হয়েছে। ১২ এবং ১৩ জানুয়ারী
মিয়া মাইকিং করে তা জানিয়ে দেওয়া হবে। জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে,
শরিফ শ্রীপুর পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডে মােট ভােট কেন্দ্র ২৬টি। এর মধ্যে পুরুষ
টেবিল ভােট কেন্দ্র ১০টি, মহিলা ভােট কেন্দ্র ১০ এবং উভয় ভােট কেন্দ্র ডাট। ভােট
REDM NOTER0ভােট কেন্দ্র ২৬টি।