গুলশানে ইউএইর ভিসা প্রসেসিং কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১
তরুণ কণ্ঠ
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

রাজধানী গুলশানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ জন। আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ শিকদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এসির বিস্ফোরণ থেকে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।
গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।