গাজীপুরে র্যাব-১ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত : ০৮:১০ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার মো আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
র্যাব জানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) এর সেবা সপ্তাহ চলছে। এ উপলক্ষে র্যাব-১ এর পক্ষ থেকে গাজীপুরের রেলস্টেশন, পোড়াবাড়ি, সালনা,চৌরাস্তা, শিববাড়ী এলাকায় গভীর রাতে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে ।জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে গভীর রাতে র্যাবের এই শীতবস্ত্র বিতরণে ফলে তাদের মুখে সুখের হাসি ফুটে উঠেছে।