বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ফলে দেশের স্বাধীনতা সুসংহত হয়
সিলেট প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিল বীর বাঙালি। দেশ স্বাধীন হলেও যাঁর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা, সেই অবিসংবাদিত নেতা হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ফলে দেশের স্বাধীনতা সুসংহত হয়। দেশে ফিরে বঙ্গবন্ধু বৈষম্যহীন সমাজ গড়াসহ অনেক স্বপ্নের কথা বলেছিলেন। আমাদের সবাইকে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি গত শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. বশির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ এর সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মোহাম্মদ আলী আহসান, বিশিষ্ট ব্যবসায়ী রুম্মান কবির সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ এর কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, সিলেট বিভাগীয় নির্বাহী সভাপতি রোটারিয়ান আসাদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত বর্মন, কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কানু দত্ত সেনাপতি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্য, আলহাজ্ব খালেদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. ইউসুফ সেলু, মো. খালেদ মিয়া, আখলাক হোসেন, রাহেল আহমদ, শামীম আহমদ, মো. বাবুল আহমদ, মো. শাহ আলম চৌধুরী, মামুন চৌধুরী, রাসেল খান, অপু চক্রবর্তী, এমদাদুল হক জীবন, সুরেনজিত প্রমুখ।