এক কাপ চা - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

এক কাপ চা
সাজেদা পারভিন সাজু
————
যদি বলি আমি তোমার
চায়ের কাপে ডুবন্ত টোষ্ট ।
যদি বলি শেষ চুমুক
আমার কাঠ গোলাপের দিব্যি।
যদি বলি আমি তোমার
সকালের আয়েসি ঘুম ।
যদি বলি নাস্তার টেবিলে আলুর দম
আমার কাঠ গোলাপের দিব্যি।
যদি বলি আমি তোমার
কাজে অকাজে ব্যাস্ত সময় ।
যদি বলি অবেলার ঠান্ডা সিংগারা
আমার কাঠ গোলাপের দিব্যি।
যদি বলি আমি তোমার
বিকেলের মধুর আড্ডা ।
যদি বলি গানের সন্ধ্যা
সবই আমার অলিক ভাবনা
আমি আবারও বলছি
আমার কাঠ গোলাপের দিব্যি।