একটি কলি - সাজেদা পারভিন সাজু
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

একটি কলি
সাজেদা পারভিন সাজু
আমার বসন্ত দিন আসে
সব কিছু যেন এলোমেলো হয়ে
এ জগত, মাস কিংবা দিন তার মতো যায়,আসে ।
সে কি ফিরে চায় কোনদিকে ?
হলুদ গাঁদার বনে-
ভ্রমর গুঞ্জে ।
গোলাপ রাঙিয়েছে তার আপন রঙে
যদি আসে সে ভূলে
অন্তত: একটি কলি নিতে ।
এতো আয়োজন শেষে
সবুজ পাতা বিবর্ণ হয়ে
ঝরবে কিছু পরে !!