মেম্বার শাহজাহানআলীর পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার গরু কেলেঙ্কারি
শারমিন আক্তার
প্রকাশিত : ০৬:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া।
কুড়িগ্রাম ও জামালপুর জেলার হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণের লহ্মে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) , বগুড়া কর্তৃক বাস্তবায়নাধীন "কুড়িগ্রাম ও জামালপুর জেলার জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ" শীর্ষক প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তবে এই গরু দেওয়ার বিষয়ে এতটা স্বচ্ছতা থাকার পরেও ৯নং ইউনিয়নের চেয়ারম্যানের অত্যন্ত কাছের লোক ওবায়দুর রহমানের শুভাকাঙ্ক্ষী মোঃ ফরহাদ (১নং ওয়ার্ড) ।
এই ফরহাদ মিয়া ১নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান আলীর সহযোগিতায় উনি ২নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল, পিতা- কছিমদ্দি, রাজু, পিতা- ফজল, ফজল (পিতা অগ্যেত) ফরহাদের আত্মীয়দের নাম দিয়ে ৩ টা গরু উঠিয়েছেন।
এই বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে ও ফরহাদকে জিজ্ঞাসাবাদ করলে সাংবাদিকদের সাথে উদ্ভট আচরণ করেন। তবে ১নং ওয়ার্ডের বসবাসকারী মানুষ জন ফরহাদের প্রতি তীব্র নিন্দা ও আক্রোশ জ্ঞাপন করেন।
