সুন্দরবন স্কয়ার মার্কেটের ৩৮০ দোকান উচ্ছেদ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে নকশা বহির্ভূতভাবে গড়ে ওঠা ৩৮০ টি দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার দুপুরেও দ্বিতীয় দিনের মতো মার্কেটে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। ডিএসসিসি জানায়, সুন্দরবন মার্কেটে নকশা বহির্ভূতভাবে গড়ে ওঠেছে ৭৫৩টি দোকান। এর মধ্যে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৩৮০ টি উচ্ছেদ করা হয়েছে। এ সময় মার্কেটের চারপাশ ঘিরে ফুটপাতের ওপর গড়ে ওঠা স্থাপনা ভেঙে দেয়া হয়। বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙ্গা হয়েছে ২০টি। ভবনটির পঞ্চম তলায় অবৈধ দোকান রয়েছে ২৯২টি।