আজকের সাধারণ জ্ঞান : সাম্প্রতিক বিষয়াবলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে ৫ নম্বরের প্রশ্ন আসে। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকে নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। সাম্প্রতিক বিষয়াবলির জন্য মাস শেষে পুরো মাসের তথ্য একসঙ্গে না পড়ে প্রতিদিনের তথ্য প্রতিদিন পড়ুন। এ জন্য পত্রিকা পড়ার বিকল্প নেই। তাই প্রতিদিনের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত তথ্য ঘেঁটে আজকের এই আয়োজন। সঙ্গে থাকুন...
প্রশ্ন : ফারমার্স ব্যাংকের নাম বদলে কী রাখা হয়েছে?
উত্তর : পদ্মা ব্যাংক লিমিটেড।
প্রশ্ন : বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় কোন দেশের কোন আদালতে কবে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক?
উত্তর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টে, গত ১ ফেব্রুয়ারি।
প্রশ্ন : রিজার্ভ চুরির মামলা কার বিরুদ্ধে করেছে বাংলাদেশ ব্যাংক?
উত্তর : ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের পক্ষে কোন প্রতিষ্ঠান রিজার্ভ চুরির মামলাটি করে?
উত্তর : যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইনি প্রতিষ্ঠান কোজেন ও কোনর।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে ১৪ খণ্ডের বইয়ের কত খণ্ড এখন পর্যন্ত প্রকাশ হয়েছে।
উত্তর : দ্বিতীয় খণ্ড প্রকাশ হয় ১ ফেব্রুয়ারি, ২০১৯ অমর একুশে বইমেলায়। প্রথম খণ্ড প্রকাশিত হয় ২০১৮ সালে গণবভনে বইটির প্রকাশনা উৎসবে।
প্রশ্ন : পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে এই বইটির নাম কী?
উত্তর : ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।
প্রশ্ন : রাষ্ট্রপ্রধান হিসেবে সবচেয়ে বেশিবার অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিয়ে ১৬ বার।