শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

বিজয় - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বিজয়

এ শস্য শ্যামল বাংলা 
সে আমার ভালবাসা।
তার জন্য লড়্ছে আমার 
ভাই, ব্রাদার পূর্ব পুরুষ, ভগ্নি,মাতা ।
পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে 
যত সবুজ, বুকের রক্ত আর ফুলেদের রঙে
রাঙিয়েছে ঐ লাল সবুজ পতাকা ।
স্বাধীন দেশে নিরাপদ মাটিতে
আমার জন্ম, বেড়ে ওঠা ।
তাইতো ভোরের লাল রক্তিম সূর্যটা
আমার ঘুম ভাঙাতে তার হেসে ওঠা ।
সে আমার জীবন, যৌবন, কৈশরের 
প্রেম, ভালবাসা ।
এই শুভ দিনে তোমাকে পাওয়া
সে হাত ধরে এ বিশ্বকে চেনা, জানা ।
এ বিজয় শুধুই আমার, সকল আশা- ভরসা
সে আমারই ভালবাসা !!