দয়ার ‘মাঝরাতে তোমার কথা মনে পড়ে’ আসছে
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০২:০২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

সামাজিক যোগাযোগ মাধ্যমে নব্য আলোচিত মিনিস্টার দয়া’র প্রথম গান ‘মাঝরাতে তোমার কথা মনে পড়ে’। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই শনিবার বেলা ১১টায় প্রথম গান রেকর্ডিং এর মধ্য দিয়ে গনমাধ্যমকর্মী থেকে গায়ক বনে যাচ্ছেন সময়ের কন্ঠস্বরের প্রতিবেদক ‘নয়ন দয়া খ্যাত নজরুল ইসলাম’। তিনি জাতীয় দৈনিকেও কর্মরত।
মুঠোফোনে আলাপকালে নবাগত গায়ক নয়ন দয়া বলেন, ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল, আমি গায়ক হবো। পারিবারিকভাবেও গানের প্রতি সকলের অনুপ্রেরণা ছিল। যখন স্কুলে পড়তাম, তখন স্থানীয় উপজেলা প্রশাসনের সাংস্কৃতিক মঞ্চে গান গাইতাম। এসব ২০০২-২০০৩ সালের কথা। বিভিন্ন দৈনিক পত্রিকায় গল্প কবিতা লিখতাম। রাস্তায় যখন একা চলতাম, তখন উচ্চস্বরে গান গাইতাম। গান আমার সাধনা, পেশাগতভাবে সাংবাদিকতায় সম্পৃক্ত হয়ে গেছি নিজের অজান্তেই।
বর্তমানে বিভিন্ন ছোট-বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করি। আমার ভক্ত বেড়েছে। এবার নিজেই সিদ্ধান্ত নিলাম সাংবাদিকতার পাশাপাশি নিজের কন্ঠে গান করবো। গীতিকার ও গল্পকার রুদ্র আমিন আমার পাশে রয়েছেন।
নয়ন দয়া বলেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘আছেন আমার মিনিস্টার’ গানটি অনেকবার গেয়েছি। ভক্তরা ভালোবেসে আমাকে মিনিস্টার দয়া হিসেবেও ডাকেন। আমি আমার স্বপ্ন পূরণের চেষ্টা করছি। সকলের দোয়া চাই। আমার গানগুলো গানপ্রেমি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে আশা করি।
সূত্রমতে, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পরিচিতমুখ নয়ন দয়া খ্যাত নজরুল ইসলাম। সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করলেও সামাজিক কর্মকান্ড থেকে শুরু অসহায় মানুষের জন্য কাজ করেন তিনি। সাংবাদিক নজরুল হিসেবে যে কেউ তাকে চিনেন এবং জানেন। একটি অপরাধ চক্র তাঁর বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচারও চালিয়ে থাকে। তারপরও থেমে নেই তিনি। ২০০৮ সালে স্থানীয় সাপ্তাহিক আজকের তাজা খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় আসেন নজরুল ইসলাম। বর্তমানে তিনি ওই পত্রিকার বার্তা সম্পাদক। এছাড়া জাতীয় দৈনিক ভোরের ডাক ও সময়ের কন্ঠস্বরে দক্ষতার সাথে কাজ করছেন। স্বাধীনতা কন্ঠ নামের একটি অনলাইনের সম্পাদক। বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) মেম্বার এবং রুর্যাল জার্ণালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা সমন্বয়ক এবং মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।