শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

গুলিস্তানে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টারঃ

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের নকশা না মেনে বানানো ৯১১টি দোকান উচ্ছেদে বাধার মুখে পড়েছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময় ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

প্রর্ত্যক্ষদর্শীদের তথ্য মতে, আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই বিপণিবিতানে উচ্ছেদ অভিযানে যান সিটি করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে বেলা সাড়ে ১২টার পরও তারা অভিযান শুরু করতে পারেননি।
 
পরে বেলা পৌনে ১টার দিকে এক্সকাভেটর দিয়ে মার্কেটের নগর প্লাজার সামনের ফুটপাতে থাকা একটি দোকান ভাঙা শুরু করা হয়। এতে উত্তেজিত দোকানিরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। শুরুতে পুলিশ পিছু হটে। পরে কিছুক্ষণের মধ্যেই কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপরই উচ্ছেদ অভিযান শুরু হয়।

এসময় ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা পজিশন কিনে এখানে ব্যবসা করছি। কিন্তু সিটি করপোরেশন কোনো নোটিশ বা আগাম না জানিয়ে সকালে উচ্ছেদ অভিযান চালাতে আসে। আমাদের লাখ লাখ টাকা বিনিয়োগ আছে এই ব্যবসাকে কেন্দ্র করে। দোকান ভেঙে ফেললে আমরা যাব কোথায়?

অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় তারা ‘অভিযান বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।