টংগীতে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার

গাজীপুরের টঙ্গীতে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে টঙ্গীর ভরানের সান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি ছোরা ও ২টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মো. তুহিন মিয়া(২৬), মো.রবিউল ইসলাম(২০), নয়ন মিয়া(২১), মো. খোকন(৩৫), মো. আকাশ(১৯), মো. রাকিব(১৮), এবং মো. নাদিম উদ্দিন(২৫)। তাদের সবার বাসা টঙ্গী ও তার আশপাশের এলাকায়।
সোমবার সন্ধায় সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই একটি সংঘবদ্ধ, ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন বেশে ছিনতাই ও ডাকাতি করে আসতো। এর মাঝে গতকাল সোমবার টঙ্গীর ভরানের সান্দারপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি খবর আসে পুলিশের কাছে। পরে সেখানে অভিযান চালিয়ে সহকারী উপ পুলিশ পরিদর্শক(এএসআই) রুবেল হাওলাদার তাদের গ্রেফতার করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সদস্য। থানায় মামলা দায়ের করা হয়েছে।