শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ইভান্স-জঙ্কারের ব্যাটে রাজশাহীর লড়াকু পুঁজি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন তারা। ডেসকাটকে ফিরিয়ে এই জুটিটা ভাঙেন আবু জায়েদ। ২০ বলে ৪ বাউন্ডারিতে নেদারল্যান্ডসের এই তারকা করেন ২৪ রান।

এরপর জাকির হাসানও মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন। তবে একটা প্রান্ত ধরে লড়ে যাচ্ছিলেন ইভান্স। ইনিংসের ১৮তম ওভারে এসে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান খালিদ আহমেদ। ৫৬ বলে ৭৪ রানের ইনিংসটি ইভান্স সাজিয়েছিলেন ৮ বাউন্ডারি আর ২ ছক্কায়। রাজশাহীর তখন ৫ উইকেটে ১১৯ রান।

পরের সময়টায় দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন ক্রিশ্চিয়ান জঙ্কার। ২০ বলে ৩ চার আর ২ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৩৬ রানে। মেহেদী হাসান মিরাজও খেলেন ৪ বলে ১০ রানের ছোট একটি ইনিংস, যে ইনিংসে ছিল ২টি বাউন্ডারির মার।

চিটাগং ভাইকিংসের পক্ষে ৩০ রান খরচায় ২টি উইকেট নেন খালিদ আহমেদ।