বুধবার   ১৬ জুলাই ২০২৫   আষাঢ় ৩১ ১৪৩২   ২০ মুহররম ১৪৪৭

পাথর কোয়ারি চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

মো. মোহন

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সিলেটের সকল পাথর কোয়ারি পুনরায় চালু করার দাবিতে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় ও জেলা ট্রাক ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া’র কাছে এ স্বারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের বিভাগীয় কমিটির সভাপতি গোলাম হাদি সাইফুল, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিনসহ নেতৃবৃন্দ।