হাজি সেলিমের এলাকায় উচ্ছেদ অভিযান
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।
সোমবার বেলা ১১টা থেকে বুড়িগঙ্গা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত ৩০টি স্থাপনা ভাঙা হয়েছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, আজ বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।
অভিযান শুরুর পর অন্য দখলদারেরা স্বেচ্ছায় তাদের স্থাপনা থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন। অভিযানের কারণে বেড়িবাঁধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে, হাজি সেলিমের এলাকায় চলছে উচ্ছেদ অভিযান চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে অবস্থান করছেন। পাশাপাশি হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছেন।